• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০২৪

অনলাইন ডেস্ক:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (৮ এপ্রিল) সকাল থেকেই চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের বাড়তি চাপে থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এতে চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে কালিয়াকৈর-নবীনগর সড়কে, জিরানী বাজার এলাকা ও চন্দ্রা থেকে গাজীপুরের কোনাবাড়ী বাজার এলাকা পর্যন্ত ও চন্দ্রা থেকে যমুনা সেতুগামী গোড়াই পর্যন্ত গাড়ির সারি লক্ষ্য করা যায়।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক বাস যাত্রী বলেন, গাজীপুরের চৌরাস্তা থেকে চন্দ্রা পর্যন্ত বাসে আসতে গিয়েই খুব কষ্ট হয়েছে। ৩০ মিনিটের রাস্তা আসতেই সময় লেগেছে ২ ঘণ্টার ওপর। দীর্ঘ সময় বাসে বসে থাকতেও বিরক্ত লাগছে। তবুও শত কষ্ট সহ্য করে বাড়ি যেতে পারলেই খুশি।

সরেজমিনে দেখা যায়, সোমবার দুপুরের পর থেকে গাজীপুর, কালিয়াকৈর, সাভার, আশুলিয়ার শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প-প্রতিষ্ঠান সকাল থেকেই ছুটি হয়ে যাওয়ায় চন্দ্রা ত্রিমোড় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীর তুলনায় পরিবহন না থাকায় চন্দ্রা ত্রিমোড় থেকে খাড়াজোড়া প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। অনেকে আবার খোলা ট্রাকে করে বাড়ির পথে রওনা করেছেন। যদিও কোনো কোনো মোড়ের যানজট প্রায় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হলেও যাত্রী ওঠা-নামা শেষে আবার মুহূর্তেই যানজট মিলিয়ে যাচ্ছে।

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, চন্দ্রায় যাতে যানজটের সৃষ্টি না হয় তার জন্য পুলিশ কাজ করছে। মহাসড়কের ওপর কোনো গাড়িকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এ ছাড়াও বিকল হয়ে যাওয়া গাড়ি মহাসড়ক থেকে সরিয়ে নিতে রেকার তৈরি রাখা হয়েছে। যাতে দ্রুত সময়ের মধ্যে গাড়ি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ঈদযাত্রায় মহাসড়কে যানবাহন পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত এই পথে গাজীপুর অংশে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads